ওয়ালটনের নতুন স্মার্টফোন ’প্রিমো জেডএক্স টু লাইট’
প্রকাশ: ২০১৬-০৫-২৯ ১৯:১২:৫১
বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন এবার মোবাইল প্রেমীদের জন্য নিয়ে এলো ‘এক্সপ্রেস ফাস্ট চার্জিং’ টেকনোলজির নতুন মোবাইল ফোন সেট। এই এ্যান্ড্রয়েড স্মার্টফোনের নাম দেয়া হয়েছে ‘প্রিমো জেডএক্সটু লাইট’।
ফোনটির বিশেষ দিক হচ্ছে ৬ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন, কার্ভ গ্লাস, ফোরজি সাপোর্ট নেটওয়ার্ক, দীঘস্থায়ী ব্যাটারি এবং চার্জ হবে খুবই দ্রুত। সারা দেশে ওয়ালটন মোবাইল ব্র্যান্ডেড আউটলেট, প্লাজা এবং ডিস্ট্রিবিউটর শোরুমে পাওয়া যাচ্ছে এই আকর্ষণীয় হ্যান্ডসেট।
‘প্রিমো জেডএক্সটু লাইট’ এর লঞ্চিং প্রোগ্রাম হলো আজ রবিবার (২৯ মে, ২০১৬)। বেলা ১১ টায় মতিঝিলে ওয়ালটনের মিডিয়া কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এই হ্যান্ডসেটের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মাহমুদুল হক, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর আশিক আল মামুন, মোবাইল ফোনের সেলস এন্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ডিরেক্টর মাহমুদুল হাসান হেলাল, মডেল-অভিনেত্রী ঈশিকা খান প্রমূখ।
এই স্মার্টফোনের বিভিন্ন সুবিধা বর্ণনা করতে গিয়ে ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন (সফটওয়্যার) বিভাগের সিনিয়র সহকারি পরিচালক প্রকৌশলী আরিফুল হক রায়হান জানান, উচ্চ প্রযুক্তির ফোরজি সাপোর্টেড এন্ড্রয়েড স্মার্টফোন ’প্রিমো জেডএক্স টু লাইট’। মাল্টি টাস্কিং বৈশিষ্ট্যের ফোনটিতে রয়েছে ৬ ইঞ্চির ফুল এইচডি স্ক্রীন এবং আল্ট্রা স্লিম ডিজাইনের মেটালিক বডি। রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫০২০ এ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারী। একটানা দীর্ঘক্ষণ চার্জ থাকবে। থাকছে চতুর্থ জেনারেশন কর্নিং গরিলা গ্লাস; ২.৫ ডি কার্ভ গ্লাস। ফলে মোবাইল গেম প্রেমীদের কাছে ডিসপ্লের ছবিগুলো আরো জীবন্ত হয়ে উঠবে। গেমিং ও ভিডিওতে পাওয়া যাবে রোমাঞ্চকর অনুভূতি।
ফোনটিতে রয়েছে ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম; উচ্চ ক্ষমতার ৬৪ বিট সম্পন্ন ১.৩ গিগাহার্জ বিশিষ্ট শক্তিশালী অক্টাকোর প্রসেসর ও দ্রুত গতির ৩ জিবি র্যাম। ৬ ইঞ্চি ফুল এইচডি সুপার এ্যামোলেড ডিসপ্লে ও ২.৫ডি কার্ভ গ্লাস ব্যবহার করায় যেকোন এ্যাঙ্গেল থেকে ফুল এইচডি মানের ভিডিও গান ও ছবি উপভোগ করা যাবে। আঘাত ও স্ক্র্যাচ থেকে রক্ষা করতে ডিসপ্লে স্ক্রিনে চতুর্থ প্রজম্মের কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।
সর্বোচ্চ ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এই স্মার্টফোনের হোম বাটনে রয়েছে ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি। আনলক করতে পয়েন্ট ফাইভ সেকেন্ডেরও কম সময় লাগবে; প্যাটার্ন লক অথবা পাসওয়ার্ডের ঝামেলা পোহাতে হবে না।
ওয়ালটনের নতুন এই স্মার্টফোনটির আকর্ষণীয় দিক হচ্ছে, ডিএসএলআর ক্যামেরার সমমানের ছবির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল অটো-ফোকাস রিয়ার ক্যামেরা। সুপার সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরায় রয়েছে বিএসআই সেন্সর (ব্যাকসাইড ইলিমুনেশন)। যুক্ত হয়েছে আল্ট্রা পিক্সেল মুড। এতে খুব কম আলো বা অন্ধকারেও ৮০ মেগাপিক্সেল রেজ্যুলেশনের ছবি তোলা যাবে। ভিডিও কল, চ্যাট এবং তা থেকে ছবি সংগ্রহের সুবিধাতো থাকছেই।
লঞ্চিং প্রোগ্রামে আরো জানানো হয়, এই সেটে অসংখ্য ফাইল সংরক্ষণের জন্য আছে ৬৪ জিবি ইন্টারনাল রম। ১২৮ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি সাপোর্ট করবে। ৫০২০ এমএএইচ লি-পলিমার ব্যাটারী থাকায় দীর্ঘ সময় চার্জ থাকবে। আছে ইউএসবি টাইপ সি প্রযুক্তি। এতে এক্সপ্রেস ফাস্ট চার্জিং টেকনোলজি থাকায় সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে দুই ঘন্টা। যেখানে অন্যান্য স্মার্টফোন সময় নেয় সাড়ে তিন থেকে চার ঘন্টা। ডাটা ট্রান্সফার হবে খুব দ্রুত।
ওয়ালটনের এই স্মার্টফোনে ফুল এইচডি ভিডিও প্লেব্যাক এবং ডিটিএস সাউন্ড সিস্টেম থাকায় ব্যবহারকারী নিঁখুত শব্দের সঙ্গে উপভোগ করবেন চমৎকার ভিডিও। আরো রয়েছে ডুয়েল সিম ও ডুয়েল স্ট্যান্ড বাই ফোরজি নেটওয়ার্ক; ওয়াইফাই, ব্লুটুথ, ওটিজি, ওটিএ, ওয়ারলেস ডিসপ্লে, ওয়াইল্যান হটস্পট সহ অনেক সুবিধা। সিডিএমএ–২০০০ নেটওয়ার্কেও এই সেট সাপোর্ট করবে।
স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ২৭,৯৯০ টাকা। উল্লেখ্য, কাঙ্খিত গ্রাহকরা দেশব্যাপী বিস্তৃত যেকোনো ওয়ালটন মোবাইল ব্র্যান্ডেড আউটলেট এবং প্লাজা থেকে সর্বোচ্চ ছয় মাসের কিস্তিতেও এই ফোনটি কিনতে পারবেন।
জানা গেছে, মাস দুয়েক আগে থেকেই ফেসবুক ও ফ্যান পেজ, ব্লগিং, ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রিমো জেডএক্স টু লাইট’এর প্রচারণা চালানো হচ্ছে। ইতোমধ্যে, তরুণ প্রজন্মের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে এই ফোনটি। আশা করা হচ্ছে, প্রিমো জেডএক্স টু লাইট ঈদের আগে স্মার্টফোনের বাজারে ব্যাপক সাড়া ফেলবে।
সানবিডি/ঢাকা/আহো