ধর্ষণের পর শ্বাসরোধ করে কিশোরীকে খুন

প্রকাশ: ২০১৬-০৫-৩০ ১১:৩২:২৮


gang-rapeতিনজন মিলে প্রথমে গণধর্ষণ তারপরে শ্বাসরোধ করে ১৫বছরের কিশোরীকে খুন করল দুষ্কৃতীরা। শুধু তাই নয় মৃত ওই কিশোরীর দেহটি জঙ্গলের মধ্যে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে পালিয়ে যায় ধর্ষকেরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাহারাইচ এলাকায়। উক্ত ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য এক অভিযুক্ত এখনও পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী। ওইদিন রাতে উত্তর প্রদেশের রাজধানী শহর লখনউ থেকে ১৬০কিমি দূরের নানপাড়া থেকে তাকে অপহরণ করে তার গ্রামেরই তিনজন। এদের মধ্যে একজন ওই কিশোরীর পূর্বপরিচিত ছিল। মৃতার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে পরিচিত ওই ব্যক্তিই দেখা করার জন্য ডেকেছিল ধর্ষিত কিশোরীকে। এরপর আরও দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধর্ষণ করে ওই কিশোরীকে। এরপরে খুন করে দেহটি জঙ্গলে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে যাতে দেখে মনে হয় মেয়েটি আত্মহত্যা করেছে।

তৃতীয় অভিযুক্তকে খুঁজতে রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য পুলিশের চার কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। মৃতদেহটির ময়নাতদন্তের  ধর্ষণ এবং শ্বাসরোধ করে খুনের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ওই রাজ্যের সিনিয়র পুলিশ অফিসার সালিক রাম বর্মা।

সানবিডি/ঢাকা/এসএস