খালেদাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল
প্রকাশ: ২০১৬-০৫-৩০ ১৩:১৯:২৮
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করা হচ্ছে।
সোমবার সকালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে শেরে বাংলানগরে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে বিভিন্ন মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে। একই সঙ্গে বিএনপিকে ধ্বংস করারও ষড়যন্ত্র চলছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি যখন গঠিত হয়েছে, তখন থেকে জিয়ার আদর্শে নেতাকর্মীদের পথ চলা। বিএনপি জিয়ার আদর্শে বিশ্বাসী।
তিনি আরো বলেন, জিয়া বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আজকে দেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি তার ভিত্তি স্থাপন জিয়াউর রহমানই করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস