প্রধান মধ্যস্থতাকারীর পদত্যাগ

প্রকাশ: ২০১৬-০৫-৩০ ১৩:২১:৫৬


syriaসিরিয়ায় শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে দাবি করে দেশটির প্রধান বিরোধী জোটের প্রধান প্রতিনিধি মুহাম্মেদ আলোস পদত্যাগ করেছেন।

সিরীয় সরকারবিরোধী জোট হাই নেগোসিয়েশন্স কমিটির (এইচএনসি) হয়ে অংশ নেয়া আলোস এই আলোচনায় কোনো রাজনৈতিক চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন। জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হওয়া এ শান্তি আলোচনা সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোর পরিস্থিতিতেও কোনো পরিবর্তন আনতে পারেনি বলে অভিযোগ তার।

গত এপ্রিল থেকে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া সিরিয়া সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় আপাতত ইতি টেনেছে এইচএনসি। আলোচনা এবার কবে শুরু হতে পারে, সে বিষয়ে কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

আলোসের পক্ষে হাই নেগোশিয়েসন কমিটি জানান, শান্তি আলোচনা কোনো রাজনৈতিক চুক্তি নয়। তিন দফা আলোচনা হলেও এ থেকে কোন ফলাফল আসেনি।

উল্লেখ্য, আলোচনা শুরুর কয়েক মাস পরে জাতিসংঘের এই শান্তি আলোচনা সম্পর্কে নিজেদের অসন্তোষের কথা জানালেন।

পাঁচ বছর আগে আসাদ সরকারের বিরুদ্ধে সিরিয়াতে চলমান গৃহযুদ্ধে আড়াই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং গৃহহীন হয়েছে প্রায় এক কোটি দশ লাখেরও বেশি।

সানবিডি/ঢাকা/এসএস