জবিতে তথ্য অধিকার আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৬-০৫-৩০ ১৮:২৩:১২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ তথ্য কমিশনের পৃষ্ঠপোষকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ তথ্য কমিশনের পৃষ্ঠপোষকতায় তথ্য অধিকার আইন বিষয়ক সেমিনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, তথ্য অধিকার আইনকে কার্যকর করতে হলে তথ্য কমিশনের সক্ষমতা বাড়াতে হবে। এই আইনের মাধ্যমে জাতীয় তথ্য ভান্ডার (National Information Center) তৈরি করতে হবে, যেখানে সকল ধরনের তথ্য মজুদ থাকবে। আর তখনই প্রতিষ্ঠা পাবে সাধারণ মানুষের জন্য তথ্য পাওয়ার নিশ্চয়তা। অবশ্যই তথ্য প্রদানের মাধ্যম হতে হবে মাতৃভাষায়, যেন তা সকলের নিকট বোধগম্য হয়।
সেমিনারের মূল আলোচক বাংলাদেশ তথ্য কশিমনের তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশীদা বেগম সাঈদ বলেন, তথ্য অধিকার আইনের মাধ্যমে রাষ্ট্রের সকল জনগণের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। এতে করে সরকারের রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত প্রতিফলিত হবে এবং দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে দেশের উন্নয়নের যাত্রা আরো অগ্রসর হবে।
এই আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, আমাদেরকে তথ্য গোপন করার অপসংস্কৃতি ভেঙ্গে দিতে হবে। এই আইনের সূচনা হলেও নতুন প্রজন্মের হাতে তা আরও সুপ্রতিষ্ঠিত হবে।
গণসযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল। এছাড়াও তথ্য অধিকার আইন বিষয়ক প্রাসঙ্গিক আলোচনায় অংশগ্রহণ করেন আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান।
তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ‘তথ্য অধিকার আইন’ সংক্রান্ত নানা বিষয় সম্পর্কে আলোকপাত করেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক জাফর রাজা চৌধুরী। সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুস সালাম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক বর্ণনা ভৌমিক। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/ইসমাইল/আহো