পুলিশ ভ্যানেই সন্তানের জন্ম তরুণীর
প্রকাশ: ২০১৬-০৫-৩০ ১৯:৩৯:১৬
টহলদারী পুলিশ ভ্যানেই সন্তানের জন্ম দিলেন এক বধূ। রবিবার দিল্লির ঘটনা। অন্তঃস্বত্তা অবস্থাতেই ট্রেনে সফর করছিলেন ২৯ বছরের ওই বধূ। সঙ্গে ছিলেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
গ্বালিয়র থেকে পানিপথের সামালখাতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু, পথেই তাঁর প্রসববেদনা ওঠায় ট্রেন থেকে নেমে পড়তে বাধ্য হন। নয়াদিল্লির সব্জিমান্ডি স্টেশনে নেমে তাঁরা ওই তরুণীকে নিয়ে হাসপাতালের পথেই রওনা দিয়েছিলেন। কিন্তু, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর প্রসববেদনা অসহ্য হয়ে ওঠে। রাত তখন গভীর। কাছেপিঠে কোনও কিছুই খোলা ছিল না। বিপদ দেখে সাহায্য করতে এগিয়ে আসেন রেলকর্মীরা। সঙ্গে সঙ্গে ডাকা হয় একটি টহলদারী পুলিশ ভ্যান। হাসপাতালের পথে রওনা দেয় ওই ভ্যানটি। কিন্তু, সেখানে পৌঁছনোর আগে ওই ভ্যানেই সন্তানের জন্ম দেন ওই বধূ।
ডেপুটি পুলিশ কমিশনার আর কে সিংহ জানিয়েছেন, ওই তরুণী ও তাঁর শিশুসন্তানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো