বিহার ঢঙে বঙ্গে নিষিদ্ধ হল তামাক
প্রকাশ: ২০১৬-০৫-৩১ ১২:০৫:৪৬
রাজ্যে প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেল ধূমপান। প্রকাশ্যে ধূমপান করা ও তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ করেছে প্রশাসন। শুধু ধূমপান করা বা তামাক জাতীয় দ্রব্যের ব্যবহারের উপরেই নয় এই নিষেধাজ্ঞা তা বিক্রির করার ক্ষেত্রেও।
প্রতিবেশী রাজ্য বিহারের মতো মদ্যপানের উপর নিষেধাজ্ঞা জারি করার সাহস দেখাতে পারেনি মা-মাটি-মানুষ সরকার। রাজ্য সরকার না পারলেও এই বাংলারই প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুরে ৩১ মে থেকে সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেল ধূমপান ও তামাকের ব্যবহার। সেই সঙ্গে বিড়ি সিগারেট ও তামাকের বিক্রিও বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক তাপস চৌধুরী ও জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডা: সুকুমার দে’র যৌথ নেতৃত্বে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ৩১ মে তামাক বর্জিত দিবসের দিন থেকেই এই জেলায় নিষিদ্ধ করা হয়েছে ধূমপান ও তামাকের ব্যবহার। এদিন থেকে কেউই আর প্রকাশ্যে বিড়ি সিগারেট ও তামাকের ব্যবহার করতে পারবেন না।
এই নিষেধাজ্ঞা কঠোর ভাবে বলবত করতে ইতিমধ্যেই ব্লক ও জেলাস্তরে গঠিত ভিজিলেন্স কমিটির শুরু হয়েছে নজরদারীও। ভিজিলেন্স কমিটির সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালাবে। প্রকাশ্যে কাউকে সিগারেট বিড়ি ও তামাক ব্যবহার করতে দেখলেই জরিমানা বাবদ সেই ব্যক্তিকে ২০০ টাকা গুনতে হবে। শুধু তামাক ব্যবহারকারী বা ধূমপায়ীদের বিরুদ্ধেই নয়। কোনো দোকানদারকে প্রকাশ্যে এই জিনিস গুলি বিক্রি করতে দেখলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধেও জরিমানা করা হবে। পাশাপাশি বিড়ি সিগারেট ও তামাক ব্যবহারের কারণে শরীরের কি কি ক্ষতি হয় সেব্যাপারেও মানুষকে সচেতন করার কাজ শুরু করে দিয়েছে জেলার স্বাস্থ্য দফতর। এবিষয়ে আগামী একবছর ব্যাপী জেলার সমস্ত স্কুলেও স্বাস্থ্য ও পরিবেশের পক্ষে হানী কারক ধূমপান ও তামাক ব্যবহার না করা ও বাড়ির বড়দের তা থেকে দুরে থাকতে বাধ্য করতে পড়ুয়াদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগও নেওয়া হয়েছে।
পেশায় শিক্ষিকা তথা গৃহবধূ সুতপা বাগচি জানিয়েছেন জেলা প্রশাসনের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। প্রকাশ্যে ধূমপান বন্ধের ফলে স্কুল কলেজের ছাত্র বা অল্পবয়সীদের মধ্যে বিড়ি সিগারেট বা তামাক ব্যাবহারের প্রতি ঝোঁক একেবারেই কমবে বলে তিনি মনে করেন। সেই সঙ্গে এই জিনিস গুলি প্রকাশ্যে বিক্রি বা ব্যাবহার নিষেধাজ্ঞা জারি হওয়ায় ক্যানসার প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার অনেক সহায়ক হবে বলেও তিনি জানিয়েছেন।
সানবিডি/ঢাকা/এসএস