৬ জিবি র‌্যামের ফোনে ২৩ মেগাপিক্সেলের ক্যামেরা

প্রকাশ: ২০১৬-০৫-৩১ ১১:৫৬:৫৮


zenfone-3-dluxeতাইওয়ানের মাল্টিন্যাশনাল কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রোনিক্স কোম্পানি আসুস নতুন একটি ফ্লাগশিপ ফোন বাজারে ছেড়েছে। এটি জেনফোন সিরিজের। মডেল জেনফোন ৩ ডিলাক্স। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে আছে ৬ জিবি র‌্যাম এবং ২৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

সম্প্রতি তাইপেতে শুরু হওয়া প্রযুক্তি পণ্যের প্রদর্শনী কম্পুটেক্সে আসুস তাদের নতুন ফোনটি প্রদর্শন করে। মেটাল ইউনিবডি ডিজাইনে তৈরি এই ফোনটি টাইটেনিয়াম গ্রে, গ্লাসিয়ার সিলভার এবং স্যান্ড গোল্ড কালারে পাওয়া যাবে।

জেনফোন ৩ ডিলাক্স ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল। ফোনটি ১.৩ মিলিমিটার পুরুত্বের। এতে আল্ট্রা ন্যারো বেজেল ডিজাইন দেয়া হয়েছে। এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ কোয়াডকোর প্রসেসর। র‌্যাম ৬ জিবি। বিল্টইন মেমোরি ১২৮ জিবি।

আসুসের নতুন ফোনটিরি রিয়ার ক্যামেরা ২৩ মেগাপিক্সেলের। রিয়ারে ডুয়েল এলইডি ফ্লাশগান আছে। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরা দিয়ে ফোরকে মানের ভিডিও রেকর্ড করা যাবে।

অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি সি পোর্ট কানেকটিভিটি রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

সানবিডি/ঢাকা/এসএস