আইআইইউসিতে ক্যাম্পাস রিক্রুটমেন্ট এবং ক্যারিয়ার বিষয়ক সেমিনার
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-১৬ ১৭:০৯:১১
আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আইআইইউসি টেলিকম ক্লাব এবং ইটিই ক্যারিয়ার ফোরাম এর যৌথ উদ্যোগে Exabyte Limited কোম্পানির পক্ষ থেকে ক্যাম্পাস রিক্রুটমেন্ট এবং ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ড. মো. শামিমুল হক চৌধুরী। ডিপার্টমেন্ট অব ইটিই এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ জাহিদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রোগ্রা্মে আরও উপস্থিত ছিলেন আইআইইউসি টেলিকম ক্লাব এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল গফুর, আইআইইউসি ইটিই ক্যারিয়ার ফোরাম এর সমন্বয়ক মোঃ মোস্তফা আমির ফয়সল সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন Exabyte limited কোম্পানির বিক্রয় বিভাগের প্রধান মোহাম্মদ তানভির হায়দার।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো আই আই ইউ সি এর ইটিই ডিপার্টমেন্ট এর গ্র্যাজুয়েট দের জন্য ক্যাম্পাসে জব রিক্রুটমেন্ট এর ব্যবস্থা করা। Exabyte Limited এর পক্ষ থেকে ক্যাম্পাস এ এই ইন্টারভিউ পরিচালনা করা হয়। পরবর্তীতে তারা ইটিই গ্র্যাজুয়েট দের দক্ষতা এবং গুনমানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং কিছুদিনের মাঝেই বেশ কিছু ছাত্র তাদের কোম্পানিতে যোগদানের আমন্ত্রণ পাবেন বলে আশা প্রকাশ করেন।
সেমিনারের মূল বক্তব্যে মোহাম্মদ তানভির হায়দার IIG এবং ISP তে ক্যারিয়ারের স্বরূপ তুলে ধরেন। এতে তিনি বাস্তবতার দৃষ্টিকোণ হতে কোন ধরণের বৈশিষ্ট্যসম্পন্ন ছাত্রগণ এই ক্যারিয়ারের উপযোগী এবং তারা কিভাবে শিক্ষানবিশ অবস্থায় তাদের নিজেদের প্রস্তুত করবেন এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অতিথি হিসেবে অনুভূতি ব্যাক্ত করার সময় ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন ড. মো শামীমুল হক চৌধুরী ব্যতিক্রমধর্মী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এরকম প্রোগ্রাম আরও অধিক হারে আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ইটিই ডিপার্টমেন্টের শিক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করেন এবং আইআইইউসি ইটিই ক্যারিয়ার ফোরাম কে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানায়। এর পাশাপাশি তারা ধারাবাহিক এরকম প্রোগ্রাম হবে বলে আশাবাদ ব্যক্ত করে্ন।
এএ