‘শাকিব-অপুর ডিভোর্স হয়নি, অপুই শাকিবের বৈধ বউ’

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-১৭ ২০:৫৪:০২


তারকা দম্পতি শাকিব খান অপু বিশ্বাস চলচ্চিত্রের পর্দার মতো বাস্তব জীবনেও একে অপরের প্রেমে পড়েন। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন দুজন। এ সময় তাদের ঘনিষ্ঠজন মামুনুজ্জামান মামুন বিয়ের পুরো আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন। এরপর বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়েছে। দুজন যে বর্তমানে আলাদা থাকছেন সে কথাও সবার জানা। তবে সম্প্রতি শাকিব-অপুকে আবারও একসঙ্গে দেখা গেছে যুক্তরাষ্ট্রে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যম সরব। এবার এই তারকা দম্পতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ‘অপু বিশ্বাস এখনও শাকিব খানের বৈধ বউ’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন মামুনুজ্জামান মামুন।

শাকিব খান অপু বিশ্বাস সন্তানসহ যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে দুজনকে অনেক বছর পর একসঙ্গে ঘুরতে দেখা গেছে। তাদের সঙ্গে মামুনুজ্জামান মামুনও রয়েছেন। তিনি শাকিব-অপুর ডিভোর্স হয়নি উল্লেখ করে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দেন। মামুনুজ্জামান মামুনের ফেসবুক পোস্ট সংক্ষেপ আকারে হুবহু তুলে ধরা হলো:

‘বাংলাদেশে ২দিন যাবত আমার সাকিব খান ভাই ও আমার অপু বিশ্বাস দিদিকে নিয়ে মিডিয়ায় বিশাল তুল কান্ড শুরু হয়ে গেছে। এখন মুল কথা হয়েছে, এত দুর থেকে সাকিব ভাইর একমাত্র কলিজার টুকরা সন্তান আমেরিকা আসছে, আর সাকিব খান ভাই তার সন্তানকে দুরে রাখবে সেইটা কি হয়। অপু বিশ্বাস দিদি সাকিব খান ভাইর নয় বছর সংসার করেছে। সাকিব খান ভাইর বাবা, মা বউ হিসাবে অপু বিশ্বাসকে মানে, নাতি হিসাবে জয়কে মানে। এর বাহিরে তারা কিছু মানতে নারাজ।’

‘এখন একজন মানুষ লোক দেখানো মায়া কান্না করে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য। সে কি কখনও একঘন্টার জন্য সাকিব ভাইর বাসায় তার বাবা মার সাথে সংসার করছে। সাকিব ভাইর অফিস রুমে বাচ্চা নিয়ে গেছে, আর গোপনে ছবি তোলার জন্য দুই জন লোক নিয়ে গেছে। আকা বাকা সেই ছবি ফেসবুকে ছাড়ছে। অপু বিশ্বাস এখনও তার বৈধ ওয়াইফ। আর এখনও সারাদেশের মানুষ চায় তাদের রাগ অভিমান ভেঙে এক হয়ে যাক। দশজন যে দিকে থাকে, সৃষ্টিকর্তার রহমত ও সেই দিকে থাকে।’

মামুনুজ্জামান মামুনের সেলফিতে অপু বিশ্বাস এবং জয়

‘একজন বউ দাবি করে তার কাবিন নামা তো আজবদি কোন সাংবাদিক ভাইকে দেখাইতে পারলো না। অপু বিশ্বাস এর কাবিন নামা জমির দলিলের মতো সিন্দুকে আটকানো আছে। … অপু বিশ্বাস এখনও সাকিব খান ভাইয়ের বৈধ বউ। … ১৩ বছরের ইতিহাস আমার কাছে জমা আছে। দুই জনের বিয়ে কাজির মাধ্যমে আমি দিয়েছি। সবাই মনে রাখবেন, সাকিব ভাইর পিতা মাতা সন্তান জয়, বোন মনি আপা এবং অপু বিশ্বাস দিদি এই নিয়ে তার নতুন পৃথিবী।’

এএ