আইসিএমএবিতে কর্পোরেট গভর্নেন্স কম্প্লান্স ও কস্ট অডিট শীর্ষক কর্মশালা
প্রকাশ: ২০১৬-০৬-০৪ ১২:২৭:২২
আইসিএমএবি’র দিনব্যাপী এক কর্মশালায় বক্তরা জানিয়েছেন কস্ট অডিট তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স উন্নত করতে সাহায্য করতে পারে। তাই এর বাস্তবায়নে কার্যকর ভূমিকা নেয়া জরুরী। দি ইন্স্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি)তে কর্পোরেট গভর্নেন্স কম্প্লান্স অডিট এবং কস্ট অডিট শীর্ষক এক কর্মশালা গতকাল শুক্রবার, আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়াম, নীলক্ষেত ঢাকায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। সভাপতিত্ব করেন আইসিএমএবি’র সভাপতি আরিফ খান এফসিএমএ। টেকনিক্যাল সেশনে কর্পোরেট গভর্নেন্স কম্প্লান্স অডিট এবং কস্ট অডিট শীর্ষক ২টি প্রবন্ধ উপস্থাপন করেন বেক্সিমকো ফার্মাসিটিউক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক (হিসাবও অর্থ) জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ এবং আইসিএমএবি‘র সাবেক প্রেসিডেন্ট এম আবুল কালাম মজুমদার এফসিএম।
উৎপাদন ব্যয়, প্রাতিষ্ঠানিক ব্যয়, সরকারী তথা জনগণের অর্থ যৌক্তিকভাবে ব্যয় হচ্ছে কিনা তা নিরুপন ও নিরীক্ষণে ‘ব্যয় নিরীক্ষণ’ একটি কার্যকরী অবলম্বন যা ভারত ও পাকিস্তানে সফলতার সাথে পরিচালিত হচেছ। বাংলাদেশেও কোম্পানী আইনে সকল পাবলিক কোম্পানীর ক্ষেত্রে কস্ট অডিট ব্যবস্থা চালুর বিধান রাখা হয়েছে। কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহনের অভাবে পরিপূর্নভাবে কার্যকর হয়নি। কস্ট অডিট বাস্তবায়ন করে জনগনের অর্থের সঠিক জবাবদিহিতা নিশ্চিতকরন ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার জন্য বক্তাগণ আহবান জানান। অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপন করেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. স্বপন কুমার বালা এফসিএমএ।
সানবিডি/ঢাকা/জেইচ/এসএস