বিদেশ ফেরতদের জন্য ৩০ জেলায় ওয়েলফেয়ার সেন্টার চালু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-৩০ ২১:৩৩:৩০
করোনা মহামারীর কারনে কাজ হারিয়ে বিদেশ ফেরত কর্মীদের পুন:একত্রীকরণের উদ্দেশ্যে দেশের ৩০টি জেলায় ওয়েলফেয়ার সেন্টার চালু করা হয়েছে। রোববার (৩০ জুলাই)রাজধানীর খিলক্ষেত এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টারে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আয়োজনে ওয়েলফেয়ার সেন্টারগুলোর উদ্বোধন করা হয়। সেন্টারগুলো উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
বিশ্বব্যাংকের অর্থায়নে এই কাজ বাস্তবায়ন করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, যারা ফেরত আসেন তাদের কথা কেউ জিজ্ঞেস করে না। যার কারণে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে এটি সেই প্রকল্প। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল – এতদিন প্রবাসীরা দিয়েছে, এখন আমরা দিবো। এই প্রতিশ্রুতির ফলস্বরূপ এই রিইন্ট্রিগেশন প্রকল্প।
তিনি আরও বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমরা একটি হাসপাতাল করবো। তথ্য থাকা অনেক গুরুত্বপূর্ণ। যেকোনো পরিকল্পনা করার মূলে আছে তথ্য। তথ্য সংগ্রহ করা হলো কিন্তু হ্যাকড হয়ে গেল এরকম হলে চলবে না। তথ্যের নিরাপত্তা দেখতে হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, আমাদেরকে আমাদের কর্মীরা দেশের উন্নয়নে যা দিয়েছেন আমরা তাদেরকে তেমন কিছু আগে দিতে পারিনি। একজন অভিবাসী কর্মী অভিবাসন শেষ করে যখন দেশে ফিরে আসেন তখন তিনি আগের অবস্থানে ফিরে যান। একজন কর্মী দীর্ঘদিন বিদেশে থেকে যখন দেশে ফিরে আসেন তখন তিনি খাপ খাওয়াতে পারেন না। সবকিছু এলোমেলো মনে হয়। এই যে উনাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া এটি হচ্ছে পুন:একত্রীকরণ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গাজীপুর জেলার জন্য একটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ জেলার জন্য একটি ওয়েলফেয়ার সেন্টার হয়েছে। এছাড়া টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, ব্রাম্মনবাড়িয়া, সিলেট, গোপালগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, নওগাঁ, বগুড়া, পাবনা, বরিশাল, কুষ্টিয়া, যশোর, কক্সবাজার, সুনামগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, পটুয়াখালী, খুলনা, রাঙামাটি এবং কুমিল্লায় ওয়েলফেয়ার সেন্টার করা হয়েছে।
প্রকল্প সূত্রে জানা যায়, ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে বিদেশ ফেরত কর্মীদের নগদ প্রণোদনা, আত্মকর্মস্থানে সহযোগিতা, ঋণ প্রাপ্তিতে সহযোগিতা, কাউন্সেলিং, উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা, দক্ষতা সনদ প্রদান, কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা এবং কল্যাণমূলক অন্যান্য সহযোগিতা দেওয়া হবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিচালক মোশাররত জেবিন।
এএ