কোন দেশে কত ঘণ্টা রোজা?

আপডেট: ২০১৬-০৬-০৮ ১৪:২৩:৪১


Ramadanসৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে গত সোমবার রোজা শুরু হয়েছে। বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার রোজা শুরু হচ্ছে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, রমজান মাসজুড়েই এবার গলফ অঞ্চলগুলোতে রোজা রাখতে হবে প্রায় ১৫ ঘণ্টা। আরব ইউনিয়নের তথ্য মতে, এসময় তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রী সেলসিয়াস হতে পারে।
গত বছর জুনে আবু ধাবির আল আইনে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৫০.৫ ডিগ্রী সেলসিয়াস। বিশ্বের বেশকিছু এলাকায় এ বছরের রমজানেও তাপমাত্রা রেকর্ড ছুঁতে পারে। এ বছর ভারত সর্বোচ্চ তাপমাত্রার মধ্য দিয়ে দিন পার করছে। ধারণা করা হচ্ছে সৌদি আরবের কিছু কিছু এলাকায় এ রমজানে তাপমাত্রা ৬৫ ডিগ্রী সেলসিয়াস স্পর্শ করতে পারে। তবে আজ খাজরি, আল আহসা, রিয়াদ, মদিনা ও কাশিমে তাপমাত্রা ৪৫ ডিগ্রী থেকে ৫০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকবে।এসময় এসব অঞ্চলে সূর্য উঠবে সকাল ৫টা ২ মিনিট থেকে ৫টা ৬ মিনিটের মধ্যে। আর সূর্যাস্ত হবে ৭টা ৩৪ মিনিট থেকে ৭টা ৩৯ মিনিটের মধ্যে।

এবার সবচেয়ে দীর্ঘ সময় রোজা থাকতে হবে ডেনমার্ক, সুইডেনের মুসলমানদের। আর সবচেয়ে কম সময় কাটাতে হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মানুষের।

ডেনমার্কের মুসলমানরা এ বছর ২১ ঘণ্টা রোজা পালন করবেন। আর আর্জেন্টিনায় এ সময় সাড়ে ৯ ঘণ্টা।

বিশ্ব মানচিত্রের হিসাবে, এ বছর আইল্যান্ড, সুইডেন, নরওয়ের মুসলমানরা ২০ ঘণ্টা রোজা পালন করবেন।

আরব দেশগুলোর সঙ্গে ভারতীয় উপমহাদের দেশগুলোতে এ বছর রোজার সময় গড়ে ১৪ থেকে সাড়ে ১৬ ঘণ্টা। বাংলাদেশের মুসলমানরা এ বছর প্রায় ১৫ ঘণ্টা রোজা পালন করবেন। পাকিস্তানে ১৫-১৬ ঘণ্টা, ভারতে সাড়ে ১৪ ঘণ্টা রোজা রাখবেন মুসলমানরা।