বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের লড়াইয়ের প্রধান অন্তরায় আওয়ামী লীগের দলীয় ‘পুলিশ বাহিনী’ ও ‘আওয়ামী বিচারক লীগ’।
শুক্রবার (১ সেপ্টেম্রব) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির সৃষ্টি হয়েছিল দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য। তাই আবারও গণতন্ত্র ফিরে পাবার আন্দোলন শুরু করেছে দলটি।
এ সময় ড. মঈন খান বলেন, গুম-খুন দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় সরকার। কিন্তু দেশের মানুষ তা মেনে নেবে না। তাই এক দফা আন্দোলনের মাধ্যমে একদলীয় স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে।
এম জি