সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-০২ ১০:৫৭:৪০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২২ দশমিক ৬৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২২৫ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৫ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর বেড়েছে ২০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকোর শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৩ কোটি ৭৭ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ লাখ ৭৫ লাখ ৪০ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–  ইস্টার্ন হাউজিংয়ের ১৪.৯৯ শতাংশ, খান ব্রাদার্সের ১৪.১১ শতাংশ, ইমারেন্ড ওয়েলের ৯.৭৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৮.৯৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৮.৫৭ শতাংশ, সোনালী পেপারের ৭.৮৯ শতাংশ এবং অ্যাপেক্স ট্যানারির ৭.৩৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস