পোল্যান্ডের সামরিক হেলিকপ্টার বেলারুশের আকাশে
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-০২ ১৩:৪৮:৩৩
পোল্যান্ডের একটি সামরিক হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বেলারুশ। দেশটির কর্তৃপক্ষ জানায়, পোলিশ সামরিক হেলিকপ্টার এমআই-২৪ অত্যন্ত কম উচ্চতায় রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করেছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশ দুটির সম্পর্ক তলানিতে রয়েছে। বেলারুশ যেখানে রাশিয়াকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে সেখানে ন্যাটোভুক্ত পোল্যান্ড সাহায্য করছে ইউক্রেনকে।
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পোল্যান্ড সরকার। মিনস্কের দাবিকে মিথ্যা ও উসকানি বলে অভিহিত করেছে তারা।
পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের মুখপাত্র জ্যাসেক গোরিসজেউস্কি বলেন, ‘এগুলো বেলারুশিয়ানদের পক্ষ থেকে মিথ্যা এবং উসকানি। অবশ্যই এরকম কিছু ঘটেনি।’
সূত্র: আল জাজিরা
এনজে