পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-০২ ১৬:০৭:০৮


চলমান এশিয়া কাপে শ্রীলঙ্কার ক্যান্ডিতে আজ ভারত-পাকিস্তানের মহারণ। এশিয়া কাপে মুখোমুখি এ দু’দেশ। এই মহারণের টসের আগেই বাগড়া দিয়েছিল বৃষ্টি। শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়েই টস হয়েছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় ওপেনিং জুটি ৪.২ ওভারে ১৫ রান তুলতেই বৃষ্টি হানা দিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে পাল্লেকেলেতে শনিবার দিনভরই হতে পারে বৃষ্টি। এই ম্যাচের বিভিন্ন পর্যায়ে থেমে থেমে হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬০ থেকে ৭০ শতাংশ।

ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর ১৯ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছে বাবর আজমের পাকিস্তান। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেরও তারা একদিন আগেই দল দিয়েছিল। আসরের প্রথম ম্যাচে ভারত খেলছে তিন পেসার নিয়ে, দলে আছেন জাসপ্রীত বুমরাহ।

ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদব।

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

এনজে