পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন

প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৯-০২ ১৯:৩৮:১৬


শ্রীমঙ্গলের পর দীর্ঘ ২৩ বছর পর দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন হলো সমতলের চায়ের রাজ্য নামে খ্যাত উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে৷

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা সরকারি অডিটোরিয়ামে প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এই চা নিলাম কেন্দ্রের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আমিরুল হক খোকন, পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আ. হান্নান শেখ প্রমুখ।

উদ্বোধন শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চা নিলাম কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এএ