ডিএমপির ২ ডিসিকে বদলি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০৩ ১২:৩১:৫৯


মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে দাদের বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার এবিএম মাসুদ হোসেনকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণে এবং গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের মোহাম্মদ ইকবাল হোসাইনকে মতিঝিল গোয়েন্দা বিভাগের ডিসি করা হয়েছে।

এম জি