অবরোধকারীদের সরিয়েছে পুলিশ, ট্রেন চলাচল স্বাভাবিক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০৩ ১৫:০৬:৩১


চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হলো।

এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে রেললাইন অবরোধ করে আন্দোলন শুরু করে শ্রমিকরা। তারা বলছেন, দীর্ঘদিন ধরেই চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করছেন। কিন্তু কোনো সমাধান না হওয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়া অবরোধ অব্যাহত থাকার হুঁশিয়ারি দেয় শ্রমিকরা।

রেললাইন অবরোধের ফলে রংপুর এক্সপ্রেস, তিতাস কমিউটার, একতা এক্সপ্রেস, অগ্নিবীনা, কিশোরগঞ্জ এক্সপ্রেস, জয়ন্তীকা এক্সপ্রেসসহ ছয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন, বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। পরে বেলা সোয়া দুইটার দিকে অতিরিক্ত পুলিশ এসে সরিয়ে দেয় আন্দোলনকারীদের। এ সময় কয়েকজনকে আটকও করা হয়।

এম জি