শেরপুরে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৯-০৩ ১৬:৩৫:২৪


বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে প্রাইভেটকার খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে শেরপুর উপজেলার আঞ্চলিক সড়কের ছাতিয়ানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। প্রাথমিকভাবে ছেলেটির পকেট থেকে পাওয়া জন্ম নিবন্ধন থেকে জানা যায়, ছেলেটির নাম জাকারিয়া জাকির (২৪)। তিনি বগুড়া পৌরসভার নিশিন্ধারা মন্ডলপাড়া এলাকার হিরুর ছেলে।

মেয়েটির নাম রানী খাতুন (১৯)। তিনি নাটোর জেলার বড়াইল উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে।

স্থানীয়রা জানান, শেরপুর শহর হতে প্রাইভেটকারটি এই আঞ্চলিক সড়কে আসে। গাড়িটির একটু গতি বেশি ছিল মোট্টো খ ১২-৬০০৫)। প্রাইভেটকার ছাতিয়ানী এলাকার কচিয়ামোড় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি সিএনজি তাদের সামনে এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে প্রাইভেটকারটি পেছনে ঘুরতে নিলে রাস্তার পাশে ডোবায় পড়ে। মনে হয় ব্রেক ফেল করে প্রাইভেটকারটি পুকুরে পড়ে ডুবে যায়। পুকুরে প্রাইভেটকারটি পড়ে যাওয়া দেখে আমরা সেখানে যাই। গাড়িটির ভেতর থেকে দুজন বাহির হয়ে পালিয়ে যায়। এবং দরজা বন্ধ থাকায় জাকারিয়া ও রানী দুজনের কেউ বাহির হতে পারেনি। ডুবে থাকা প্রাইভেটকাটির মধ্যেই তারা মারা যায়। তখন স্থানীয়রা প্রাইভেটকাটিতে রশি লাগিয়ে পুকুরের পাড়ে এনে তাদের দুজনের লাশ প্রাইভেটকাটির মধ্যে থেকে বের করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ নাদির হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) বাবু কুমার সাহা জানান, ব্রেক ফেল করে পুকুরে প্রাইভেটকারটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে।

এম জি