রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ উপাচার্যের সাক্ষাৎ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০৩ ২১:৩৪:১৯


রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আচার্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও আচার্যের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন উপাচার্য। এ সময় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন।

সাক্ষাৎকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের গতিশীল কার্যক্রমে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন রোগীর সেবা ও গবেষণায় আরও বেশী মনোযোগী হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিএসএমএমইউর কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট আরও বৃদ্ধি ও ভবিষ্যতে রোবটিক সার্জারি চালুর বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে উপাচার্যকে আশ্বস্ত করেন তিনি। একই সঙ্গে দেশে প্রথমবারের মতো ঐতিহাসিক ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

এএ