বাজারে সরবরাহ বাড়ায় কমেছে ইলিশের দাম

আপডেট: ২০২৩-০৯-০৪ ১০:৪৩:৪৭


বরগুনার বাজারে সরবরাহ বাড়ছে ইলিশের। ফলে পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দাম কমতে শুরু করেছে।

রোববার রাতে পৌর খুচরা মাছ বাজারে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৯০০ টাকা কেজি দরে। এ সাইজের ইলিশের দাম কয়েকদিন আগেও ছিল ১২০০ টাকা।

এ বিষয়ে বরগুনা মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল বলেন, রোববার ভোরে কয়েকটি মাছের ট্রলার এসেছে বাজারে। আড়তে কমবেশি মাছ আসতে শুরু করেছে। ফলে দাম কিছুটা কমছে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ইলিশের মূল মৌসুম সেপ্টেম্বর-অক্টোবর মাস। সাগর ও স্থানীয় নদীগুলোতে প্রচুর পরিমাণ বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। আগের তুলনায় দামও কমেছে মাছের।

এনজে