মুসলিম নারীকে বোরকা-হিজাব পরতে দেয়া উচিৎ: পোপ
আপডেট: ২০১৬-০৬-১৩ ১১:৩১:০৬
খ্রিস্টানরা যেমন ক্রসের নকশার বিভিন্ন অনুষঙ্গ পরেন, তেমনি মুসলিমদের জন্য হিজাবের কথা উল্লেখ করে পোপ ফ্রান্সিস বলেন, ‘যদি একজন মুসলিম নারী বোরকা পরতে চান, তাহলে অবশ্যই তাকে তা পরতে দেওয়া উচিত, যেমন কোনো ক্যাথলিক ধর্মাবলম্বী যদি ক্রস পরতে চান… হৃদয়ে ধারণ করা বিশ্বাস ও সংস্কৃতি প্রকাশের স্বাধীনতা অবশ্যই একজন মানুষের থাকতে হবে, এতে সীমা ঠিক করে দেওয়ার কোনো অর্থ নেই।’
ফরাসি ক্যাথলিক সংবাদপত্র লা ক্রোজকে পোপ এসব কথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
ইউরোপে সবচেয়ে বেশিসংখ্যক মুসলিম বাস করেন ফ্রান্সে। দেশটিতে মুসলিমের সংখ্যা প্রায় ৬০ কোটি। কিন্তু ফ্রান্সে তাদের ধর্মচর্চা করতে দেওয়ার ওপর নানা নিষেধাজ্ঞা রয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন তারা।
শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থানে নির্ধারিত পোশাকের নিয়ম ভেঙে হিজাব পরা যাবে না বলে হিজাবের ওপর ২০০৪ সাল থেকে ফ্রান্সে আংশিক নিষেধাজ্ঞা রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস