ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা আসছেন ১০ সেপ্টেম্বর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০৪ ২০:২৫:২৭
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা আসছেন। দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পরে তিনি ঢাকা আসবেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) ফ্রান্স দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুতবেগে বাড়ছে এবং প্রেসিডেন্টের সফরের মাধ্যমে সম্পর্ক বহুমুখী ও গভীর করার একটি সুযোগ তৈরি হবে।
জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ ও ফ্রান্স একসঙ্গে কাজ করছে কারণ জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি ভঙ্গুর অবস্থায় রয়েছে।
এম জি