পুকুরে ডুবে নানি-নাতির মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৯-০৪ ২০:৩৮:৪৬


নড়াইলের লোহাগড়ার বাতাসী গ্রামে গোসলে নেমে পুকুরে ডুবে নানি মোসা. হিঙ্গুল বেগম (৬৫) ও নাতি জিহাদ হাসানের (৭) মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাতাসী গ্রামের মৃত সরোয়ার খাঁনের স্ত্রী মোসা. হিঙ্গুল বেগম ও তার নাতি লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের ছেলে জিহাদ হাসান বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় হঠাৎ নানি ও নাতি পুকুরে ডুবে যায়। স্থানীয়রা নানি-নাতির মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, ঘটনাটি শোনার পর এলাকায় পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

এম জি