পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ২২১ কর্মকর্তা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০৫ ১১:২৭:৪৬


উপসচিব থেকে পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হয়েছেন ২২১ জন কর্মকর্তা। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।

জানা গেছে, পদোন্নতি পাওয়া ২২১ জনের মধ্যে ২১৫ জনের পদোন্নতি সোমবার থেকেই কার্যকর হয়েছে। বাকি ৬ জন বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাই কমিশনে কর্মরত থাকায় তাদের পদোন্নতি পরবর্তী সময়ে কার্যকর হবে বলে।

সূত্র বলছে, একযোগে যুগ্মসচিব পদে এতো পদোন্নতি মূলত ২২তম ব্যাচকে হিসেবে নেওয়া হয়েছে। নয় মাস আগে অর্থাৎ গত নভেম্বরে যুগ্মসচিব পদে বড় পদোন্নতি দেওয়া হয়েছিল। তখন ১৭৫ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়।

প্রশাসনে যুগ্ম সচিবের পদ ৫০২টি। এই পদে এখন কর্মরত ৭২৫ জন। নতুন পদোন্নতির পর যুগ্মসচিবের সংখ্যা দাঁড়াল ৯৪৬-জনে।

২১৫ জনের পদোন্নতির প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন। ৬ জনের পদোন্নতির প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন।

এম জি