কারাবন্দী সু চি অসুস্থ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-০৫ ১৪:৩২:৫৪
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। রয়টার্স এই খবর দিয়েছে।
বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র ও ছায়া সরকারের অনুগত একজন বলেন, মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চি অসুস্থ এবং তাকে দেখার জন্য বাইরের একজন চিকিৎসকের অনুরোধ জানিয়েছেন তিনি। কিন্তু দেশটির সামরিক শাসকরা তার আবেদন প্রত্যাখ্যান করেছে। ৭৮ বছর বয়সী নোবেল বিজয়ীকে কারা বিভাগের একজন চিকিৎসক চিকিৎসা দিয়েছেন।
সম্প্রতি ‘গণ অসন্তোষে উসকানি’ এবং ‘কোভিডবিধি ভাঙার’ অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দেওয়া চার বছরের কারাদণ্ড কমিয়ে দুই বছর করা হয়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দী সু চির বিরুদ্ধে দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনসহ ১১টি মামলা হয়েছে। এর মধ্যে প্রথম মামলায় দুই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এম জি