২০ কোটি টাকা সুদ মওকুফ পাচ্ছে লিগ্যাসি ফুটওয়্যার

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৯-০৭ ১০:০৮:১৩


রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডকে প্রায় ২০ কোটি টাকার সুদ মওকুফ করেছে । গত ৫ সেপ্টেম্বর রুপালী ব্যাংক থেকে লিগ্যাসি ফুটওয়্যারকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, লিগ্যাসি ফুটওয়্যারের কাছে সুদসহ রূপালী ব্যাংকের পাওনা ছিল ৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৭৪১ টাকা। তবে সম্প্রতি সুদের অর্থ (১৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৪৩৮ টাকা) মওকুফ করে দিয়েছে ব্যাংকটি।

জানা গেছে, সুদ মওকুফের পর বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারকে পরিশোধ করতে হবে ১১ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩০৩ টাকা। পরিশোধিত মূলধন বৃদ্ধির মাধ্যমে এ অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর