নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০৬ ১৪:০৭:০৭
সরকার পতনের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীতে গণমিছিল কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির নেতৃত্বে এ গণমিছিল পালন করা হবে। গণমিছিলের সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এ সময় সরকারের সমালোচনা করে রিজভী বলেন, এই অবৈধ সরকার নিজেদের অস্তিত্ব টিকানোর জন্য গণতন্ত্রকামী বিরোধী দলের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আদালত, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীকে বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করার জন্য লেলিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, যারাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছেন তারাই শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হচ্ছেন। তিনি এখন আদালতকে দিয়ে প্রতিহিংসা পূরণ করছেন।
এর আগে, সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।
এম জি