রোববার স্পট মার্কেটে যাচ্ছে ৫ প্রতিষ্ঠান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০৭ ১৪:৩৩:৫৩
পুঁজিবাজারের তালিকাভুক্ত পাঁচ প্রতিষ্ঠান রেকর্ড ডেটের আগে আগামী রোববার (১০ সেপ্টেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্ক, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
সূত্র মতে, প্রতিষ্ঠানগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী সোমবার (১১ সেপ্টেম্বর)। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)।
রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন ঐদিন বন্ধ থাকবে।
এনজে