রবিবার ৩ কোম্পানির লেনদেন চালু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-০৭ ১৫:০৯:০৬


রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর আগামী রবিবার (১০ সেপ্টেম্বর) শেয়ার লেনদেনে ফিরবে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড এবং ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট।

আজ রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠান তিনটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে প্রতিষ্ঠানগুলো ৪ ও ৫ সেপ্টেম্বর স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে।

এনজে