সাজেকে ঢাবি শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় গ্রেফতার ১
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৯-০৭ ১৬:২৫:০৯
রাঙামাটির সাজেকে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃত ব্যক্তির নাম দানপ্রিয় চাকমা (২৬)। তিনি সাজেক দাড়িপাড়া গ্রামের অনিল চাকমার ছেলে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সাজেকের সীমান্তবর্তী দাড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তোহিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান অপহরণের ঘটনায় জড়িতদের ধরতে ওই এলাকায় যৌথ অভিযান চলমান রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দানপ্রিয় চাকমার রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে দিপীকা চাকমার বাবা স্মৃতেন্দু বিকাশ চাকমা বাদি হয়ে অজ্ঞাতনাম ২/৩ জনকে আসামি করে সাজেক থানায় মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের একদল শিক্ষার্থী সাজেক যাওয়ার পথে শিজকছড়ি এলাকা থেকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে দিপীকা চাকমাকে তুলে নিয়ে যায়। ঘটনার পরপর উদ্ধার অভিযানে নামে যৌথ বাহিনী। অপহরণের ৭ ঘণ্টা পর সাজেকের দাড়িপাড়া থেকে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করে যৌথবাহিনী।
এম জি