বিএনপি সংঘাত চায় না, নির্বাচন চায়: মির্জা ফখরুল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০৮ ১৩:০৯:১৬


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দায়িত্বজ্ঞানহীন কথা বলে সরকার দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে

শুক্রবার (৮ সেপ্টেম্বর) মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সংঘাত-গোলযোগ চায় না। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়, শুধু নির্বাচন চায়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব।

মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই শোভাযাত্রা কর্মসূচি। সকাল থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।

শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখেন মহিলা দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

এম জি