জি-২০ এর নতুন সদস্য হলো আফ্রিকান ইউনিয়ন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-০৯ ১২:৪৮:৫৭
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শনিবার জি-২০এর নতুন সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে তার আসন গ্রহণ করেছে।
ব্লকের সম্প্রসারণ মোদির জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক বিজয়। আগামী বছর ভারতের জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টায় আছেন তিনি।
উদ্বোধনী বক্তৃতার আগে মোদি আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা জানান।
মোদি বলেন, ‘আফ্রিকান ইউনিয়নকে জি-২০ এর স্থায়ী সদস্যপদ দেওয়ার প্রস্তাব করেছে ভারত। সবার অনুমোদনের নিয়ে আমি আফ্রিকান ইউনিয়নের প্রধানকে জি-২০ এর স্থায়ী সদস্য হিসেবে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে আসুমনি এরপর বিশ্ব নেতাদের মধ্যে নিজের আসন গ্রহণ করেন।
সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন যুদ্ধ নিয়ে বিভক্তির কারণে সদস্যদের মধ্যে ঐকমত্য খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
মোদি বলেন, ‘বিশ্বে আস্থার বড় সংকট রয়েছে। যুদ্ধ সেই পরিস্থিতিকে আরও গভীর করে তুলেছে। আমরা যদি কোভিডকে পরাজিত করতে পারি তবে এই পারস্পরিক আস্থার সংকটকেও জয় করতে পারব আমরা।’
সূত্র: রয়টার্স
এনজে