টুইন টাওয়ারে ভয়াবহ হামলার ২২ বছর আজ

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০৯-১১ ১১:৩৪:৫২


টুইন টাওয়ারসহ একাধিক স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২২তম বার্ষিকীতে নানা আয়োজনে শ্রদ্ধা ও ভালোবাসায় হতাহতদের স্মরণ করছে যুক্তরাষ্ট্র। বরাবরের মতোই নিহতদের স্মরণে প্রার্থনা, শোক সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন হয়েছে টুইন টাওয়ারের ধ্বংসস্তুপে গড়ে তোলা স্মৃতিস্তম্ভ গ্রাউন্ড জিরোতে।

সেখানে নিহতদের স্বজন, বেঁচে যাওয়া ভাগ্যবান ছাড়াও সেইদিনের উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন। হামলার মুহূর্তকে স্মরণ করে ওয়াল স্ট্রিটে ট্রিনিটি চার্চে ঘণ্টা বাজানো শুরু হবেস্থানীয় সময় ১২টা ৪৬ মিনিটে।

২০০১ সালের এইদিনে ছিনতাই করা বিমান নিয়ে হামলা হয় নিউইয়র্কের টুইন টাওয়ার এবং প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে। হোয়াইট হাউজে হামলার চেষ্টায় ব্যার্থ আরেকটি বিমান পেনসিলভেনিয়ার মাঠে বিধ্বস্ত হয়। ওইদিনের হামলায় নিহত হয় ৯০টি দেশের অন্তত তিন হাজার মানুষ। এরজন্য আল-কায়েদার সন্ত্রাসীদের দায়ি করে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র।

ক্ষমতাচ্যুত হয় তালেবান সরকার। পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে নিহত হয় আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। যদিও, দু’দশকের মাথায় সেই তালেবানের কাছে আফগানিস্তান ছেড়ে বিদায় নেয় মার্কিন বাহিনী।

এম জি