ডিএমপি কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১১ ১৪:৪৭:৩৯


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে গেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ডিএমপির সদর দপ্তরে যান তিনি।

জানা গেছে, ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতিতে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবেন ছাত্রলীগ সভাপতি। তবে বৈঠকে প্রবেশের আগে ছাত্রলীগ সভাপতি গণমাধ্যমের কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত, শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে নির্যাতন করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদ।

জানা যায়, নারীঘটিত একটি ঘটনার জেরে শাহবাগ থানায় তাদের নির্যাতনের পর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে রাতে শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন।

এম জি