দর বৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৯-১১ ১৫:৫৮:২৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৭৪ বারে ২৩ লাখ ৬৮ হাজার ২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ১৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৭ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৬১০ বারে ২১ লাখ ১১ হাজার ৯৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ২২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সি পার্ল রিসোর্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫৯ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ৮৫১ বারে ৮ লাখ ৫৫ হাজার ২৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-এমবি ফার্মার ৫.৪৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪.৪০ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.০২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৩.২৭ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২.৬৫ শতাংশ, ইন্ট্রাকোর ২.৬৩ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৫৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস