সিবিওটিতে কমেছে গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৯-১২ ০৯:০৮:১২
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) আবারো কমেছে গমের দাম। গত অধিবেশনে শস্যটির বাজারদর ১৪ সপ্তাহের সর্বনিম্নে নেমে গিয়েছিল। শীর্ষ রফতানিকারক দেশ রাশিয়া থেকে বিশ্ববাজারে বিপুল পরিমাণ সরবরাহ আসায় নিম্নমুখী চাপে পড়েছে শস্যটির বাজার। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গমের চাহিদা কমে যাওয়ার বিষয়টিও প্রভাব রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
এদিকে সিবিওটিতে সোমবার ভুট্টার দামও কিছুটা কমেছে। তবে সয়াবিনের বাজারদর ঊর্ধ্বমুখী ছিল। ব্যবসায়ীরা মার্কিন প্রশাসনের শস্য উৎপাদনসংক্রান্ত প্রাক্কলন প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় আছেন। এ প্রতিবেদনের ওপর বাজারে উত্থান-পতন নির্ভর করছে। সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ীরা জানান, সম্প্রতি রাশিয়া বিপুল পরিমাণ গম রফতানি করেছে। বাজারে বর্তমানে গম সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই।
সিবিওটিতে সোমবার গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৫ ডলার ৯৪ সেন্টে। এর আগে গত শুক্রবার দাম কমে বুশেলপ্রতি ৫ ডলার ৯০ সেন্টে নেমে যায়, যা ৩১ মে এর পর সর্বনিম্ন।
অন্যদিকে, সয়াবিনের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ১৩ ডলার ৬৮ সেন্টে উন্নীত হয়েছে। ভুট্টার বাজারদর দশমিক ১ শতাংশ কমে ৪ ডলার ৮৩ সেন্টে নেমেছে।
এনজে