নতুন উৎপাদন লাইন স্থাপন করবে বিডি ল্যাম্পস

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৯-১২ ১০:৩১:২৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের (বিডি ল্যাম্পস) পরিচালনা পর্ষদ তাদের বর্তমান কারখানায় নতুন একটি প্রডাকশন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ নরসিংদীর ঘাশিরদিয়া, শাসপুর, শিবপুর পিএসে অবস্থিত  বিদ্যমান কারখানায় টিউব লাইটের প্লাস্টিক যন্ত্রাংশ তৈরির জন্য একটি উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রকল্পের প্রত্যাশিত ব্যয় হবে ১ কোটি ১১ লাখ টাকা। প্রকল্পের ব্যয় ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবস্থা করা হবে। কোম্পানির পরিচালনা পর্ষদ এ কারণে জিএলএস বাল্ব আউটসোর্স করার এবং জিএলএস উৎপাদন লাইন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস