আ.লীগের পক্ষে ভোট চাইলেন জামালপুরের ডিসি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৯-১২ ১৭:৪২:২৩
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ‘বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করা আমাদের প্রত্যেকের অঙ্গীকার’ বলে মন্তব্য করেছেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ডিসি।
জামালপুরের ডিসি বলেন, যে সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার নির্বাচিত করে, আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি। আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞতা করবেন না।
অনুষ্ঠানে মাদারগঞ্জ পৌরমেয়র মির্জা কবিরের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রশাসকের এমন বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সচেতন নাগরিকেরা বলছেন, সরকারি কর্মকর্তা হয়ে এ সরকারের পক্ষে ভোট চাওয়া বা সরকারকে পুনরায় নির্বাচন করার অঙ্গীকার করানো এটি কোনোভাবেই ঠিক নয়।
এ বিষয়ে জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন, ভিডিওটিতে আমি তার (ডিসি) বক্তব্য শুনেছি। একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে এ ধরনের বক্তব্য তিনি দিতে পারেন না। এটি নৈতিকতাবিরোধী বলে মনে করেন তিনি।
এ বিষয়ে জানতে জামালপুরের জেলা প্রশাসক ইমরান আহমেদ সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
এর আগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। পরে ওসির ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার পুলিশিং কার্যক্রম নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইনসে বদলি করা হয়।
এম জি