ভারতে রেকর্ড সয়াবিন ও সরিষা উৎপাদনের প্রত্যাশা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৯-১৩ ০৯:১৫:০৩


ভারতে চলতি ২০২২-২৩ বিপণন মৌসুমে রেকর্ড সয়াবিন ও সরিষা উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। তবে আগামী মৌসুমে এল নিনোর প্রভাবে উৎপাদন ব্যাহত হতে পারে। মার্কিন কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

এফএএসের প্রাক্কলন অনুসারে, ৩০ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে ২০২২-২৩ বিপণন মৌসুম। এ সময় সয়াবিন উৎপাদন ১ কোটি ২৪ লাখ টন ও সরিষা উৎপাদন দাঁড়াবে ১ কোটি ১৮ লাখ টনে।

এফএএস বলেছে, মৌসুমি বৃষ্টির প্রভাবে ভারতের মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে উৎপাদনের পরিমাণ পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। এক সপ্তাহ দেরিতে বর্ষা মৌসুম শুরু হওয়ায় উভয় রাজ্যে প্রাথমিকভাবে সয়াবিন রোপণ প্রক্রিয়া ব্যাহত হয়েছিল। তবে জুলাইয়ের শুরুর দিকের পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ব্যাপক ফলন পান চাষীরা।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ভারতের সয়াবিন মিল রফতানি গত বছরের ৯ লাখ  ৪০ হাজার থেকে প্রায় দ্বিগুণ বাড়বে। পূর্বাভাসে বলা হয়েছে, ২০২২-২৩ সালে রফতানি দাঁড়াবে ১৮ লাখ টনে। সরিষা মিল রফতানি ৪ শতাংশ বেড়ে ১৬ লাখ ৫০ হাজার টনে উন্নীত হবে।

এনজে