চুয়াডাঙ্গার শাহিদা হত্যা: একজনের যাবজ্জীবন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৯-১৩ ১৭:১৯:২১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের শাহিদা বেগম নামের এক নারীকে হত্যার দায়ে একই গ্রামের রবিউল ইসলামকে (৪৬) যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মো. মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গিয়াস উদ্দিন জানান, দামুড়হুদার কলাবাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী শাহিদা বেগম রনিকে মামলার একমাত্র এজাহার নামীয় আসামি কলাবাড়ি গ্রামের আজিজুল মন্ডলের ছেলে রবিউল ইসলাম কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ২০০৯ সালের ৬ এপ্রিল রাত সাড়ে ১২টায় আসামি রবিউল ইসলামের বাড়ির উঠোনে এ হত্যা সংঘটিত হয়। পরে এ ঘটনায় নিহত শাহিদার ভাই মো. আব্দুল মতিন দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রবিউল ইসলামকে একমাত্র আসামি হিসেবে উল্লেখ করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত শাহিদার সাথে সাজাপ্রাপ্ত আসামি রবিউলের অবৈধ শরীরিক সম্পর্ক ছিল। সম্পর্কের সূত্র ধরে বিরোধ সৃষ্টি হওয়ায় রবিউল শাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
তদন্ত শেষে একই বছরের ৪ জুলাই এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। মামলায় মোট ১৩ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষীর জবানবন্দি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক মামলার আসামি রবিউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
এম জি