দুদকে নতুন ৩ পরিচালক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৩ ১৭:২৮:০১


উপসচিব পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করে দুর্নীতি দমন কমিশনের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এ. টি. এম. আজহারুল ইসলাম, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মামুন সরদার এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব দীপক কুমার রায়কে তাদের নিজ কর্মস্থল থেকে বদলি করে দুর্নীতি দমন কমিশনের পরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি