কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৪ ০৯:১৪:২৬


রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এরই মধ্যে ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে মার্কেটের বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ভয়াবহ আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। রাত ৩টা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান।

এদিকে আগুনের খবর পেয়ে ভোরে মার্কেটে ছুটে আসেন ব্যবসায়ীরা। তবে তার আগেই অনেকের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এনজে