‘দুঃখ হয় কিছু শিক্ষিত লোক সরকারকে সাপোর্ট দিচ্ছে’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৫ ১৪:৩৯:৫২


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার দুঃখ হয় কিছু শিক্ষিত লোক সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাহলে কোথায় গেল আমাদের সেই ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্বপ্ন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, এদের (সরকার) হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আন্দোলন করে যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষকে সরকার বোকা ভাবে, তারা ভাবে যা বলবে তাই হবে। এটা তাদের ভুল ধারণা। দেশের মানুষ এখন আর বোকা নয়। এখনও সময় আছে সরকারের বোধোদয় হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এম জি