সাপ্তাহিক দর পতনের শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-১৬ ১১:৩২:২৮


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২১ দশমিক ৪৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৯৯  লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২১০ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৬৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৩ কোটি ৫৯ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সেন্ট্রাল ফার্মার ১০.৫৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১০.৩৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ১০.২৪ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১০.১৭ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯.০২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.৮৭ শতাংশ এবং ওয়াইম্যাক্সের শেয়ার দর ৭.৪৮ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস