সপ্তাহজুড়ে সূচকের পতনে বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-১৬ ১১:৫২:২১
বিদায়ী সপ্তাহে সূচকের পতনে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আর সপ্তাহটিতে বিনিয়োগকারীরা ৪৯৬ কোটি ৭৩ লাখ টাকা বাজার মূলধন হারিয়েছেন।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৬ হাজার ৪৩০ কোটি ৩ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ৯৩৩ কোটি ২৯ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪৯৬ কোটি ৭৩ লাখ টাকা কমেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৬২২ কোটি ৮০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৪১ কোটি ৫৯ লাখ টাকা বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬০ পয়েন্টে এবং ২ হাজার ১৩৪ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৬ টির , কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৪ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৭৫ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৫৬ কোটি ৭০ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩ কোটি টাকার।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৭৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৩ টির দর বেড়েছে, ৭৫টির দর কমেছে এবং ১৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস