হবিগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৯-১৭ ১০:৪৫:১৮


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশু হলো- মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৪) ও ইটাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নিলিমা দেবনাথ (২)।

দুই শিশুর পরিবারের বরাত দিয়ে ডা. ইশতিয়াক মামুন জানান, ফাতেমা খেলা করার সময় তাদের বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে পরিবারের সবার অগোচরে পানিতে পড়ে যায় শিশু নীলিমা। পরে তাকেও উদ্ধার করে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় বলেও জানান ডা. ইশতিয়াক মামুন।

এম জি