জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হলেন সবুর আলী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৭ ১৫:৪৮:৩৬


জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পাবনা জেলার বেড়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলী।

রোববার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পাবনা জেলার বেড়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলীকে জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

একইসঙ্গে এই কর্মকর্তাকে নিজ নিজ অধিক্ষেত্রে দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি